গাজীপুরের কাশিমপুর নয়াপাড়া এলাকায় একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ৯ জন নিহত ও অনেক আহত হবার ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
কাশিমপুরের নয়াপাড়ায় ‘মাল্টিফ্যাবস লিমিটেড’ নামের এই পোশাক কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
৫ টি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন।
এদিকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণয় ভূষণ দাশ বলেন, মাল্টিফ্যাবস নামের পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এই হাসপাতালের মর্গে পাঁচজনের মরদেহ রাখা আছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বয়লার বিস্ফোরণে গাজীপুরে ৮ জন ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনসহ ৯ জনের মৃত্যু হয়েছে।
কারখানার লোকজন ও এলাকাবাসীর সঙ্গে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের অফিস থেকে জানানো হয় সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় বয়লার বিস্ফোরণ হওয়ার খবর দেয়া হয়। এরপর জয়দেবপুর, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৮টার দিকে উদ্ধার কাজ শুরু করে।
এমকে